যশোরের মণিরামপুরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জিসান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। জিসান বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১ আগস্ট বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানায় জিসান। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় উপজেলার গঙ্গুলিয়া মেঠোপাড়া এলাকায় মোটরসাইকেল যোগে আসা দুই যুবক তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে গাঙ্গুলিয়ার পশ্চিমপাড়ায় জিসানকে একা পেয়ে ধারালো হাসুয়া দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান।
খুলনা গেজেট/এএজে