বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোর কালেক্টরেট চত্বরে সাংবাদিক পুত্র ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কালেক্টরেট চত্বরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিক পুত্র জিহাদ হোসাইন (১৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জিহাদ উপশহর এ ব্লকের সাংবাদিক ওবাইদুল ইসলাম অভির ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় জিহাদ তার এক বন্ধুকে নিয়ে কালেক্টরেট চত্বরে ঘুরতে যান। এ সময় বেজপাড়া তালতলা এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী তাহসিনের নেতৃত্বে ৫-৬ জন তাদের ঘিরে ধরে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জিহাদের পকেটে হাত দিতে গেলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাহসিনের নেতৃত্বে এক যুবক জিহাদের ডান পায়ের উরুতে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসান বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়েছে, হামলাকারীরা আটক হবে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জিহাদের পিতা অভি।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন