Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাঘারপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রউফ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।

থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়। এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে একই মামলায় গত ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে এবং ২০ জুন নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক করা হয়। বাবলু কুমার সাহা জামিনে মুক্ত রয়েছেন। তবে স্বপন এখনও জেলহাজতে রয়েছেন।

আটকের পর মঙ্গলবার (২৯ জুলাই) আব্দুর রউফ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ওসি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন