Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে গভীর রাতে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রাম থেকে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশ। সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে অসুস্থ অথবা কোনো অজ্ঞাত কারণে অচেতন হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন