যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদকদ্রব্য মামলায় সোহাগ বিশ্বাস নামে এক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নুর আলম পান্নু।

সাজাপ্রাপ্ত সোহাগ বিশ্বাস শার্শা উপজেলার ইছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে।

খালাসপ্রাপ্তরা হলো- বকুল হোসেন, মো. ইব্রাহিম, খাইরুল ইসলাম ও আব্দুল হামিদ। এরা সবাই শার্শা উপজেলার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২ জুলাই সন্ধ্যায় যশোর ডিবি পুলিশের তৎকালীন এসআই মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুর গ্রামে অভিযান চালান। সেখান থেকে সোহাগ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির গোয়ালঘর সংলগ্ন স্থান থেকে প্লাস্টিকের ৫টি বস্তায় রাখা ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার পর ডিবি পুলিশ সোহাগ বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করে এবং তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। রোববার আদালত সোহাগ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অন্য চার আসামিকে খালাস প্রদান করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন