Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক জাদুকর আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন জাদুকর (৫০) আটক হয়েছেন। শনিবার (২৭ জুলাই) গভীর রাতে জেলার চৌগাছা উপজেলার দেবীপুর বাজার সংলগ্ন ‘উই কেয়ার প্রোজেক্ট’ এর আবাসন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার মৃত গোলাম কাউসারের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূইয়ার নেতৃত্বে এসআই অলোক কুমার ও এএসআই শামসুজ্জামানের সমন্বয়ে টিম তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে শ্রমিকের ছদ্মবেশে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ৫টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ডিবি ওসি মঞ্জুরুল হক জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন