যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন । শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮ টায় শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মডেল সিটির একটি ভবনে কাজ করার সময় ইদ্রিস আলী ঘটনাস্থলেই মারা যান।
ইদ্রিস আলী খোলাডাঙ্গা আরবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে মডেল সিটির একটি বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরবর্তীতে স্থানীয়রা ইদ্রিস আলীর পরিবারকে ফোনে খবর দিলে তারা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/এএজে