যশোরের চাঁদপাড়া গ্রামের ডোবায় ভাসমান অবস্থায় সুলতানুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রামবাসী তার ভাসমান মরদেহ দেখতে পায়।
নিহত সুলতানুজ্জামান ওই এলাকার মৃত মোহাম্মদ আলী ও জোহরা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চাঁদপাড়া পূর্বপাড়ার দোতলা মসজিদের পাশে আব্দুর রহিমের বাড়ির সামনের ডোবায় ভাসমান অবস্থায় সুলতানুজ্জামানের মরদেহ দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরিবারের সদস্যরা জানিয়েছে, গত ১৯ জুলাই রাত সাড়ে ৯টায় মিনিটে তিনি দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি রাস্তার পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মারা গেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এএজে