Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বেনাপোলের শহীদ আব্দুল্লাহর স্মরণে বৃক্ষরোপণ

বেনাপোল প্রতিনিধি

২৪’র জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টার দিকে যশোর জেলার বেনাপোলে শহীদ আব্দুল্লাহর স্মৃতি রক্ষার্থে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাতিয়ান নামক একটি ঔষধি গাছ রোপণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রত্যেক জেলায় যতজন শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নামে জেলা প্রশাসনের উদ্যোগে একটি করে গাছ লাগানো হচ্ছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে। যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিও’র ইউআরএল প্রেরণ করা হবে। এছাড়া ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবির, সহকারী শিক্ষক মাওলানা ইয়ামিন হোসেন, নিহাজ্জত আলীসহ সকল শিক্ষকবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন