Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামী গ্রেপ্তার সহ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে। গত মঙ্গলবার ১৫ (জুলাই) হতে বুধবার (১৬ জুলাই) দুইদিন ধরে  কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্ৰেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য দুইদিন ধরে  কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার সাথে জড়িত মিন্টু গাজী (৩৬), মোঃ হাসানুর রহমান (৪০), মো বিল্লাল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা (২৫) আসামীদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে আসামীদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামী মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামী হাসানুর রহমানের কাছে রেখে যায়।
এরপর তরিকুল হত্যার মাষ্টারমাইন্ড এবং স্থানীয় নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর আসামী বিল্লালের কাছে হস্তান্তর করে। আসামী বিল্লাল কিছু দিন আগে পিস্তলটি অত্র থানাধীন বুইকারা এলাকার মেহেদী হাসানের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান হৃদয় (২৮) কে গ্রেফতার করে। আসামী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে আলোচিত তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল(৭.৭৫) ও এক রাউন্ড গুলি(তাজা) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
এ সময়  আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
 খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন