Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
নির্ঘুম রাত কাটাচ্ছে ভবদহ পাড়ের মানুষ

বৃষ্টি বাড়ার সাথে সাথে বাড়ছে জলাবদ্ধতার আশঙ্কা

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় গত কয়েকদিন ধরে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হচ্ছে। তবে মাঝে ২ দিন বিরতি দিয়ে আবারও রবিবার থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনজীবন থমকে দাঁড়িয়েছে। বন্ধ হয়ে গেছে বন্দর এলাকার লোড আনলোড কার্যক্রম। প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরতে পারেনি অনেকে। আবার কেউ কেউ বৃষ্টি মাথায় নিয়ে রওনা দিয়েছেন গন্তব্যে।

সোমবার বিকালে নওয়াপাড়া স্বাধীনতা চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে বেশিরভাগ দোকানের সামনে কোনমতে আশ্রয় নিয়েছে পথচারীরা। বৃষ্টি না থামায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে দেখা গেছে তাদেরকে।

খুলনা বিএল কলেজের শিক্ষার্থী সবুজ হালদার বলেন, মশিয়াহাটি যাওয়ার জন্য এক ঘন্টা দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার নাম নেই।

ঘের ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, আমাদের আমডাঙ্গার বিলে কয়েক’শ বিঘা ঘের রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে পানি বাড়তে শুরু করেছে। আবারও ভবদহ এলাকা ভয়াবহ জলাবদ্ধতার দিকে যাচ্ছে। যদি এবারও জলাবদ্ধতা সৃষ্টি হয় তবে মৎস্য ব্যবসায়ীরা পথে বসবে।

সুন্দলী এলাকার বাসিন্দা লিয়াকত আলী জানান, এবারও মাছের ঘের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগেভাগে নেট কিনে রেখেছি।

তিনি অভিযোগ করে বলেন, বৃষ্টি বাড়ার সাথে সাথে নেটের দাম ও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।

নওয়াপাড়া বাজারের রহিম নামের একজন ব্যবসায়ী বলেন, এ বছর বৃষ্টির পরিমান অনেকবেশি। বাজারে তেমন লোকজন নেই। ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে অভয়নগর উপজেলার সমগ্রস্থানে বিরামহীনভাবে বৃষ্টি হওয়ার খবর জানা গেছে। এদিকে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হওয়ায় ভবদহপাড়ের মানুষের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। গত বছরের ন্যয় এবারও জলাবদ্ধতার আশঙ্কায় দিন কাটাচ্ছে ভবদহ পাড়ের হাজার হাজার মানুষ।

ভবদহের জলাবদ্ধতার বিষয়ে জানতে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন