বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

চৌগাছায় সাপের কামড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছার সুখপুকুরিয়া গ্রামে সাপের কামড়ে বিপদী রানী সুন্দরী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাগপাড়ার বশিবাগ কুমারের স্ত্রী।

জানা যায়, সোমবার (১৪ জুলাই) ভোরে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষধর সাপ কামড় দেয়। ঘটনার পরই স্বজনরা তাকে ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করান। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। কিন্তু যশোরে নেওয়ার পথে বিপদী রানীর মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন