Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চুকনগর সড়কের মণিরামপুরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে মাছ বোঝাই একটি ট্রাক সাতক্ষীরা যাচ্ছিল। পথে মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু (৪০) ও হেলপার এরফান (৩৮) নিহত হন। তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলা এলাকায়।

দুর্ঘটনার খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন