Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের দুই কোটি টাকার সোনাসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ধলগাঁ রাস্তার বাসস্ট্যান্ড থেকে ১১ টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। রোববার (১৩ জুলাই) ভোর ৪ টা ৩০ মিনিটে যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে।

তাদের কাছ থেকে ১ কেজি ৩শ ১৫ গ্রাম ওজনের ১১ টি স্বর্ণের বার ও ৩টি মোবাইল উদ্ধার করা হয় । উদ্ধারকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার নয়শ’ টাকা।

আটককৃত হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়া জেলার শেরপুর রানিরহাট গ্রামের সুচিত্র লাল মন্ডল ছেলে রামপ্রসাদ মন্ডল।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সোনাগুলো যশোরের চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল। খবর পেয়ে তারা অভিযান চালিয়ে তা উদ্ধার করে।

এ ঘটনায় বাগারপাড়া থানায় মামলা হয়েছে ও আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন