Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভৈরব নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ভৈরব নদে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর জিহাদের (১০) মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

রোববার সকালে ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে মরদেহটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম।

শনিবার দুপুরে যশোর সদর উপজেলার সানতলা গ্রামের উজির আলীর ছেলে জিহাদ হোসেন বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে নামে। এরপর বন্ধুরা মিলে ব্রিজ হতে নদের পানিতে লাফ দেয়। এসময় সবাই পাড়ে উঠলেও জিহাদ ভেসে না উঠায় সাথের বন্ধুরা ডাক চিৎকার শুরু করে। এরপর স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু জিহাদের কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে টিম এসে বিকাল ৫ টার পর উদ্ধার অভিযান শুরু করে। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় সাড়ে সাতটার সময় উদ্ধার অভিযান শেষ করেন তারা।

রোববার সকালে ডুবুরি দল দ্বিতীয় দফায় অভিযান শুরু করে। তারা সকাল ৯ টার দিকে নদ থেকে কিশোর জিহাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে শত শত নারী পুরুষ নদের পাড়ে ভিড় জমায় ।

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় অন্ধকার হয়ে যাওয়ায় আমরা উদ্ধার অভিযান শেষ করি। রোববার সকাল ৮ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছু সময় পর আমাদের টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহটি পটের নিচে আটকে ছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন