বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জেলা পর্যায়ে দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়

গেজেট ডেস্ক

জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সাথে সুবিচার করতে হবে। অভিযোগ শুনতে হবে, তবে আবদার শোনা যাবে না। মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে। দুর্নীতিকে পরিহার করে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় যশোর সেনাবাহিনীর সিও ব্রি. জেনারেল মো. মিজানুর রহমান, যশোর ৪৯ বিজিবির সিও, পুলিশ সুপার-সহ সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন