Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মুখ ও কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে অদম্য মেধাবী লিতুন জিরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

মুখ ও কনুই দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় বাজিমাত করেছে অদম্য মেধাবী নিতুন জিরা। সব বিষয়ে সে পেয়েছে এ প্লাস। হাত-পা ছাড়াই জন্ম নেওয়া এই মেধাবী শিক্ষার্থী যশোর শিক্ষাবোর্ডের অধিনে এসএসসির ফলাফলে পেয়েছে জিপিএ-৫।

মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির একমাত্র মেয়ে লিতুন জিরা। জন্মের পরই পরিবারের সদস্যরা দেখতে পান- লিতুনের নেই হাত ও পা। এরপর সমাজের নানা কটুক্তি আর করুণ মন্তব্য সহ্য করে লিতুনকে বড় করেছেন বাবা-মা।

লিতুনের মা জাহানারা বেগম বলেন, মেয়ের জন্মের পর সমাজের অনেকেই নানা কথা বলতো। সেগুলো শুনে চোখের পানি ফেলেছি, কিন্তু হাল ছাড়িনি। স্বামী-স্ত্রী মিলে মেয়ের নাম রাখি লিতুন জিরা- আদর করে, বিশ্বাস থেকে সে আজ সফলতা অর্জন করেছে। এখন সে আমাদের গর্ব।

শিক্ষক রেজাউল ইসলাম বলেন, লিতুনের এই কৃতিত্ব তার অধ্যবসায়, একাগ্রতা আর প্রবল ইচ্ছাশক্তির ফল। শুধু এসএসসি নয়, এর আগেও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পেয়েছে লিতুন। পাশাপাশি গান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে পেয়েছে বহু পুরস্কার।

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যে দৃঢ়তা, মনোবল ও মেধা দেখিয়েছে লিতুন জিরা। তা দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রতিবেশিরা মন্তব্য করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন