রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরবোর্ডে এসএসসিতে পাসের হার ৭৩.৬৯

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ডের অধিনে এবারে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৭৩. ৬৯ ভাগ পরীক্ষার্থী পাস করেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ আব্দুল মতিনসহ শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তারা।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৮ হাজার ৮৫১ জন। এরমধ্যে পাশ করেছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। পাশের হার ৭৩.৬৯। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন