Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শা সীমান্তে ভারতীয় চিংড়ির রেণুসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা ভারত থেকে পাচার করে আনার সময় একটি ভলবো পিকআপভ্যানসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (০৭ জুলাই) রাত সাড়ে ৩ টার দিকে কায়বা বিওপির টহল দল অভিযান চালিয়ে চিংড়ির রেনুপোনার এই চালানটি আটক বিজিবি। অভিযানে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হেলাতলা পোষ্টের তুলসীডাঙ্গা গ্রামের কুদ্দুস আলীর ছেলে জীবন হোসেন (২২) নামের এক যুবককে আটক করে তারা।

কায়বা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ২২ নম্বর সাব-পিলার এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের কামারবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় জীবন হোসেন নামে একজন পাচারকারী ও ৫০ টোপ ভারতীয় চিংড়ির রেণু পোনা ও একটি ভলবো পিকআপভ্যান আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার পাচারকারী সহ রেনুপোনার চালান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যাক্তির নামে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন