Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ইছালী ইউনিয়নের কামারগান্না গ্রামে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কামারগান্না সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

মৃত মিশকাত রহমান সুলতান কামারগান্না গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বৃষ্টির সময় কামারগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্ররা ফুটবল খেলাছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে মিশকাত গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডাক্তার রাসেল জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন