শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিকরগাছায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ঝিকরগাছা প্রতিনিধি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দ্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। চাকুরী জাতীয়করনসহ স্বাস্থ্য পরিদর্শকদের-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই কর্মসুচি শুরু হয়েছে। যা প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত চলবে বলে সংগঠনের উপজেলা সভাপতি আশারুল হক জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক চিত্তরজ্জন সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম ও শিরিনা সুলতানা, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) উপজেলা সাধারন সম্পাদক কামারুজ্জামান, সহ-সভাপতি সুব্রত কুমার, কার্যনির্বাহী সদস্য হালিমা খাতুন, দিলারা জেসমিন, জবেদা খাতুন, মতিয়ার রহমান, ফারুক হোসেনসহ সংগঠনের ২৬জন সদস্য।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে উল্লেখিত দাবি না মানলে আগামী ৫ ডিসেম্বর ইপিআই ভ্যাকসিনসহ স্বাস্থ্য অধিদপ্তরের কোন কাজে অংশ গ্রহণ করবেন না বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন