Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) ছুরিকাহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

সূত্র জানায়, সোমবার (৩০ জুন) রাত ৮ টা ৩৫ মিনিটে শহরের শংকরপুর নিজ বাড়ির সামনে বাবুল দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী তানভীরসহ অজ্ঞাত ৪/৫ জন তাকে ছুরিকাঘাত পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ মে রাত ৮ টার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন এক ডজন মামলার আসামি আফজাল হোসেন। পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার জানাজা ও দাফন শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন