Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শিহাব (২৫) নিহত ও চালক আব্দুর রহিম (৩২) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চারাতলা নামক স্থানে। দুজনের বাড়ি নড়াইল সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান বলেন, শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী মোটরসাইকেলটি চারাতলা নামক স্থানে পিকআপ ওভারটেক করার সময় বেনাপোলগমী একটি পরিবহন দেখে মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী শিহাব মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে পিক আপের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চালক আব্দুর রহিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচাতো ভাই নুর ইসলাম ঝিকরগাছা থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন