বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, যশোর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এ তথ্য জানিয়েছেন

বহিষ্কৃতরা হলেন- দেয়াড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, সদস্য আমিন উদ্দীন ও দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিন নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন