Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুতার মধ্যে পাওয়া গেল ৫টি স্বর্ণের বার, পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে হতে ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (২৫ জুন) সকালে যশোর ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের এই চালানটি আটক করে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নম্বর কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে ময়নাল মোল্লা (৩৫) কে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়নাল মোল্লা নামের এক ব্যক্তি জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে স্বর্ণের একটি চালান সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের টহলদলের সদস্যরা অভিযান পরিচালনা করে ৫টি স্বর্ণের বারসহ ময়নাল নামে একজন পাচারকারীকে আটক করা হয়। যার ওজন ৫৮৫.৫৪ গ্রাম। এবং আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মামলা দিয়ে উদ্ধারকৃত স্বর্ণের চালানসহ পাচারকারীকে যশোর কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন