Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার কাশিপুর সড়কে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭জন। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টায় উপজেলার শার্শা-কাশিপুর সড়কের রঘুনাথপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম উপজেলার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতরা হচ্ছেন, একই গ্রামের পারভীনা খাতুন (৪৮), সাথী বেগম (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে অজ্ঞাত ইজিবাইক চালককে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে অভিযানে রয়েছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন