Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে দুই ডজন মামলার আসামি ডলার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ দু’ডজন মামলার পলাতক আসামি ইব্রাহিম হোসেন ডলারকে গ্ৰেপ্তার করেছে ডিবি পুলিশ। শহরের রেলগেট এরাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলার শহরের ষষ্টিতলাপাড়ার বাচ্চু মিয়ার ছেলে।

ডিবি পুলিশ জানায়, আসামি ইব্রাহিম হোসেন ডলারের বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও দ্রুত বিচার আইনে মোট ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক বলেন, হত্যাসহ দুই ডজন মামলায় ডলারকে আটক দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন