Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চৌগাছায় বাস চাপায় মেয়ে নিহত, বাবা আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাসের চাকায় পিস্ট হয়ে কলেজ ছাত্রী মেয়ে নিহত ও বাবা আহত হয়েছেন। জমি রেজিস্ট্রি করতে যাবার পথে তারা এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শিকার হন।

নিহত আফিয়া ইসলাম মৃধা (২২) অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। আহত তার বাবা মহিদুল ইসলাম মৃধা (৬৫)। সোমবার সকাল ৯টার দিকে চৌগাছা বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহিদুল ইসলাম মৃধা ও তার মেয়ে আফিয়া ইসলাম কংশারীপুর গ্রাম থেকে হেঁটে চৌগাছা সাব রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। পথে মহেশপুর থেকে ছেড়ে আসা ‘চৌগাছা আগামী’ নামে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আফিয়া। গুরুতর আহত হন তার বাবা। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। কিন্তু যথারীতি ঘাতক বাসটি পালিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মহিদুল ইসলাম সম্প্রতি একটি জমি ক্রয় করেছিলেন। সোমবার তা রেজিস্ট্রি করার কথা ছিল। কিন্তু সেই জমি রেজিস্ট্রি না হয়ে প্রাণ গেল সাথে যাওয়া মেয়ের।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, পুলিশ অভিযানে রয়েছে। বাসসহ চালক হেলপারকে আটক করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন