Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ভুয়া

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ডের অধীনে আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের ঘোষণা সঠিক নয়। এ সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এতে আমার নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করে প্রশ্নপত্র চুরির ভুয়া দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভুয়া তথ্য প্রচারকারীদের শনাক্তের কাজ চলছে।

বোর্ডের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভুয়া তথ্যের বিভ্রান্তিতে না পড়ে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। একই সঙ্গে বলা হয়েছে, এ ধরনের প্রতারণা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, যশোর বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী। যার সকল প্রস্তুতি ইতিমধ্যে যশোর শিক্ষাবোর্ড সম্পন্ন করেছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন