শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুরে কন্দাল ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির উপর ৩০ জন কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ নভেম্বর দিনব্যাপী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ দপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার। প্রশিক্ষণে সহায়তা প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তি ইয়াসমিন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন