শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুরে বিল কাকুড়িয়ার জলাবদ্ধতা নিরসনের দাবীতে সমাবেশ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর উপজেলার বিল কাকুড়িয়ায় কৃষকদের সুবিধার্থে দীর্ঘ মেয়াদী প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ নভেম্বর বিকেলে উপজেলার চালকিডাঙ্গা বাজারের কাশিমনগর মোড়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মজিদ। স্থানীয় ইউপি মেম্বর খবির হোসেন খুররমের সভাপতিত্বে ও ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিবের পরিচালনায় উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল আহাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কোষাধ্যক্ষ পরিতোষ চন্দ্র দাস, স্থানীয় কৃষক মাহাবুবুর রহমান, আব্দুল মান্নান দফাদার প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন