Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বজ্রপাতে বেনাপোল বন্দর শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে বন্দরের এক শ্রমিক মারা গেছে। রোববার (১৫ জুন) ১২ টার দিকে কন্যাদাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই।

নিহতের বড় ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান, আইয়ুব হোসেন বেনাপোল স্থলবন্দরের একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন। পরে গরু মাঠে বেঁধে ফিরে আসার সময় আকস্মিক বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। মাগরিব বাদ মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন