Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় ধর্ষণের পর শিশু হত্যা, ফুফাতো ভাইয়ের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় শিশু ধর্ষণ ও হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার নেপথ্য নায়ক ওই শিশুর আপন ফুফাতো ভাই নাসমুস সাকিব নয়ন। পুলিশ তাকে আটক করেছে। ঘাতক নয়ন হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সোহানা তার ফুফুর বাড়িতে যায়। সেখানে তার বোন তন্নীর সাথে গল্প করছিলো। বাড়িতে অন্য কেউ ছিল না। এসময় তন্নীর শরীর খারাপ লাগলে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর বারান্দায় দোলনায় দোল খাচ্ছিলো সোহানা। এসময় বাড়িতে আসে নয়ন। এসে দেখে তন্নী ঘুমাচ্ছে। এ সুযোগে নয়ন সোহানাকে জোর করে নিজ ঘরে নিয়ে যায় এবং মুখে রুমাল দিয়ে চেপে ধরে ধর্ষণ করে। শেষমেষ শ্বাসরোধে তাকে হত্যা করে মৃতদেহ পাশের পুকুরে ফেলে দেয়। পরে নয়ন সোহানা হারিয়ে গেছে বলে নাটক সাজায়। পরের দিন পুকুর থেকে সোহানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন সোহানার বাবা। মামলাটি তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। বুধবার পুলিশ আটক করে নয়নকে। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায় সে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন