Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অভয়নগরে সড়ক সংস্কার এবং ড্রেনের উপর ঢাকনার দাবিতে মানববন্ধন

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে গুরুত্বপূর্ণ সরকারি সড়ক দ্রুত সংস্কার এবং ড্রেনের ওপর ঢাকনা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৩ জুন) সকালে যশোর-খুলনা মহাসড়কের তালতলা বাজার সংলগ্ন অংশে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

‘অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে’— এই স্লোগানে দুই ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, নওয়াপাড়া পৌরসভার আওতাধীন ২০ ফুট চওড়া এ সড়কের মাঝখানে নির্মিত ১০ ফুট প্রশস্ত খোলা ড্রেন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ঢাকনা বা স্ল্যাব বসিয়ে ড্রেন ঢেকে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়।

তারা অভিযোগ করেন, ড্রেন খোলা থাকায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা ও যানবাহনচালকেরা। দাবি পূরণ না হলে পৌরসভা ঘেরাও এবং প্রয়োজনে রেলপথ ও মহাসড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পৌরসভার উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জীবন-যাত্রা স্বাভাবিক রাখা।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন, পৌরসভার সাবেক কাউন্সিলর জাহানারা বেগম। এতে আরও বক্তব্য দেন– সাবেক কাউন্সিলর সরদার জাকির হোসেন, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়ক ও ড্রেন সমস্যার দ্রুত সমাধান না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন