Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

দীর্ঘ এক যুগ ধরে যশোরে হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র ব্যবসার মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রাজা। অবশ্য বেআইনি এসব কাজের জন্য সে পরিচিত পায় পিচ্চি রাজা হিসেবে। অপরাধ জগতের উত্থান হয় আরেক শীর্ষ সন্ত্রাসী রমজানের হাত ধরে। মাদক কারবারে জড়িত পিতা-মাতার ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরিসহ সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে।

২০১২ সালের দিকে ইজিবাইক চালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে পিচ্চি রাজা। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যা—সবখানেই তার নাম উঠে আসে। যশোর থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ছিনতাই ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। । সে পুলিশের তালিকায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এদিন সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন