Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৪ পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর ডিবি (গোয়েন্দা) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামি আটক হয়েছে। এর মধ্যে দু’জন জিআর মামলার সাজাপ্রাপ্ত, একজন সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

বুধবার (১১ জুন) রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় হোসেন (২২) ও তেঘরিয়া এলাকা থেকে একই মেয়াদের সাজাপ্রাপ্ত শাহিনুর শাহীনকে (৩৬) আটক করা হয়।

এরপর রেলগেট পশ্চিমপাড়া থেকে সিআর মামলার আসামি আব্দুর রাজ্জাক (৬৫) এবং ভোরে রূপদিয়া থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আবু তালেব খান আটক হয়।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন