রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে প্রাইভেটকারের ধাক্কায় মুদি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় চঞ্চল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুরে যশোর-ঝিনাইদহ সড়কের শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চঞ্চলের বাড়ি কাঠালতলা এলাকায় । তার পিতার নাম আইজের রহমান।

চঞ্চলের খালাতো ভাই মহিন জানান, চঞ্চলের যশোর বড় বাজারের চালপট্টি এলাকায় মুদি দোকান রয়েছে। দুপুরে দোকান থেকে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার চঞ্চলের সাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে চঞ্চল। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে আশপাশের লোকজন এসে প্রাইভেটকার ও চালককে ধরে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন