রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নানা বাড়ি বেড়াতে গিয়ে কপোতাক্ষে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের চৌগাছায় নানা বাড়ি বেড়াতে গিয়ে কপোতাক্ষ নদে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে কিশোর শোয়েব হাসান (১১)। রোববার (৮ জুন) উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে এ ঘটনা ঘটে।

শোয়েব যশোর সদর উপজেলার নওদাপাড়া এলাকার কোরবান মিয়ার ছেলে। এদিন সকালে মামার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে কপোতাক্ষ নদে সমবয়সী শিশুদের সঙ্গে গোসল করছিল শোয়েব। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন