Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বিএনপির দু’নেতার বাড়িতে কাফনের কাপড়, দা-চিরকুট রেখে হুমকি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর  জেলার মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামে বিএনপি ও যুবদলের দুই নেতার বাড়িতে রাতের আঁধারে কাফনের কাপড়, দা, গোলাপ জল ও হুমকির চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ করেছন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৬ জুন) ভোরে নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে এগুলো দেখতে পান মণিরামপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার। পাশেই থাকেন তাঁর ভাতিজা যুবদল নেতা আবু তাহের। চিরকুটে লেখা ছিল, ‘তোরা চাচা ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ।’

বিএনপি নেতারা দাবি করছেন, ২০২১ সালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়েছিল। এবার নতুন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে যশোরের বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। হুমকিদাতারা দ্রুত আটক হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এসএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন