বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে ছুরি মেরে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাকিল (২৭) নামে প্রাণ কোম্পানির কালেকশন ম্যানেজার জখম হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিলের বাড়ি উপশহরের পাগলাদাহ গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল বড়বাজার এলাকা থেকে কাঠেরপুলের দিকে যাওয়ার সময় একটি গোশের দোকানের সামনে পৌঁছালে ৩-৪ জন যুবক তার পথ রোধ করে। তারা অতর্কিতভাবে শাকিলের বাম উরুতে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা কালেকশনের আনুমানিক ৫০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন