Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর ঈদগাহে ঈদের দুটি জামাত, সাড়ে সাত ও সাড়ে আটটায়

নিজস্ব প্রতিবেদক, যশোর

আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এটি মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ঈদুল আজহা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা ও একতার বার্তা দেয় মানুষকে। আর কোরবানির শিক্ষা হলো, আত্মার পশুত্ব, অহংকার, হিংসা, লোভ এবং অমানবিক প্রবৃত্তি নির্মূল করা। সবকিছু ভাগ করে নেয়া। কোরবানির মাংস পরিবার, প্রতিবেশী ও গরিব মানুষের মধ্যে বণ্টন করা হয়। এটি সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান কমায়।

এদিন যশোরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে পর পর দু’টি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায়। আর দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায়। এছাড়া, মডেল মসজিদে প্রথম জামাত সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, কারবালা জামে মসজিদে প্রথম জামাত সাতটায় ও দ্বিতীয় জামাত আটটায় অনুষ্ঠিত হবে। সকালে খাবার না খেয়ে ঈদগাহে গিয়ে জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। এরপর করা হবে পশু কোরবানি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন