Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাইকে। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার শাহাজাদপুর গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের পরই বড় ভাই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের দুই ছেলে সুমন হোসেন (২৫) ও শিহাব উদ্দিন (২১)। সোমবার দুপুরে ছোট ভাই শিহাব উদ্দিন বড় ভাইয়ের কাছে তার বাইসাইকেল নেয়ার কথা বলেন। এ নিয়ে দুই ভায়ের মধ্যে গোলযোগ শুরু হয়। এরপর বিকেল তিনটার দিকে একই ঘটনা নিয়ে দুই ভাই ফের বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় ভাই সুমন হোসেন ঘর থেকে ছুরি বের করে ছোট ভাই শিহাব উদ্দিনের পিঠের বাম পাশে আঘাত করেন। সাথে সাথেই শিহাব মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে চৌগছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, ধারণা করা হচ্ছে ছুরির আঘাত তার বুকের গভীরে লেগেছে। ময়না তদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। হামলাকারী সুমন হোসেন পালিয়ে গেছেন। তাকে আটকে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন