বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

এইডস আক্রান্ত নারী জন্ম দিলেন ছেলে সন্তান

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি (এইডস) আক্রান্ত প্রসূতি নারীর সফল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (১ জুন) সকালে গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে এ অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের দায়িত্ব হলো রোগীর সেবা নিশ্চিত করা। সংক্রমণ এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ৭ সদস্যের মেডিকেল টিম এই সিজার সম্পন্ন করেন। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর শরীরে এইচআইভি এডইস সংক্রমণ ধরা পড়ে। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভাবস্থার জটিলতা বিবেচনায় চিকিৎসকরা তাকে সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্মদানের পরামর্শ দেন। যা নিয়ে হাসপাতালের চিকিৎসকদের মাঝে কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়।

অপারেশন শেষে চিকিৎসকদের এমন মানবিক ও পেশাদার ভূমিকায় হাসপাতাল জুড়ে প্রশংসিত হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন