Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিকিৎসকদের মতবিরোধ, বন্ধ এইডস আক্রান্ত প্রসূতির অপারেশনে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি (এইডস) আক্রান্ত এক অন্তঃসত্ত্বার অপারেশন নিয়ে চিকিৎসকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। গত তিন মাস আগে ওই রোগীর দেহে এইডস শনাক্ত হয়। বর্তমানে তার অপারেশন প্রয়োজন হলেও, সংক্রমণ ঝুঁকির কারণে ২৮ মে নির্ধারিত দিনে অপারেশন স্থগিত করা হয়। নতুন তারিখ রাখা হয়েছে আজ রোববার (১ জুন)।

চিকিৎসকদের একাংশ বলছেন, এই অপারেশন হলে থিয়েটার অন্তত তিন দিন বন্ধ রাখতে হবে, যা অন্যান্য রোগীর অপারেশন কার্যক্রম ব্যাহত করতে পারে। অপরদিকে গাইনি বিভাগের চিকিৎসকরা বলছেন, রোগীর চিকিৎসা নিশ্চিত করাই তাদের প্রথম দায়িত্ব।

গাইনি বিভাগের চিকিৎসক ইয়াসমিন আক্তার বলেন, রোগীর চিকিৎসা ফরজ, কর্তৃপক্ষের উচিত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা।

এ নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, এইচআইভি রোগীর অস্ত্রোপচার বিশেষায়িত হাসপাতালে করাই নিরাপদ। তাহলে অন্য রোগীরা ঝুঁকিমুক্ত থাকবে। এ কারণে রোববারের মধ্যে হয় তাকে অপারেশন করা হবে, না হয় রোগীকে রেফার করা হবে বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন