Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোরবানির পশুহাটে আড়াই লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের রূপদিয়া পশুহাটে কোরবানির গরু কিনতে গিয়ে আড়াই লাখ টাকা খুইয়েছেন এক ব্যক্তি। তাকে পাথর দিয়ে আঘাত করে এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে। তিনি ঈদ উপলক্ষে কোরবানির গরু কেনার জন্য নগদ টাকা নিয়ে রূপদিয়া হাটে গিয়েছিলেন।

আহত ব্যক্তির নাম তাহেরুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজার এলাকার মৃত ফজলার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাটে যাওয়ার পথে রেললাইনের পাশে পূর্ব শত্রুতার জেরে আলম (৫৫) ও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাহেরুলের মাথায় পাথর দিয়ে আঘাত করে। এরপর তার পকেটে থাকা গরু কেনার ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আহতের সঙ্গে থাকা তার ছেলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাহেরুল পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান ডাক্তাররা।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন