Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০ টার দিকে একটি অভিযান চালিয়ে ২টি নাইন এম এম বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মোঃ আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচ ভুলোট গ্রামের ইসাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইসাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স।

আসামি ইসাহাক ও মজিদের নামে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালান এবং তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ অধিনায়ক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন