Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কিসমত নওয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত গোলযোগের জেরে প্রতিপক্ষরা বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। বুধবার (২৮ মে) দুপুরে শফিকুল ইসলামের বাড়িতে ঘটনা ঘটে।

তারা হলেন, ওই গ্রামের আখতারুজ্জামান (৫০) ও তার ছেলে ওমর ফারুক অপু (৩২)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওমর ফারুক অপু জানান, ২০১৮ সালে একই এলাকার শফিকুলসহ চার ভাই আখতারুজ্জামানের কাছে বাড়ির পাশের দশ শতক জমি বিক্রি করেন। জমিটি বাংলাদেশ কমার্স ব্যাংক যশোর শাখায় দায়বদ্ধ ছিল। ব্যাংকের টাকা পরিশোধও করে দিয়েছেন আখতারুজ্জামান। এরপর চার ভাইয়ের মধ্যে দুই ভাই জমি লিখে দিলেও শফিকুল ও রফিকুল স্বার্থান্বেষী মহলের প্ররোচণায় রেজিস্ট্রি না করে দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন। প্রায় জমির ওপর দাঁড়িয়ে নিজেকে জমির মালিক দাবি করে শফিকুল ও রফিকুল ইসলাম গং আখতারুজ্জামানকে হুমকি ও গালিগালাজ করতেন।

বুধবার দুপুরে শফিকুল ইসলামসহ ৭/৮ জন আখতারুজ্জানের বাড়িতে হামলা করে তাকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে। এ সময় ছেলে ওমর ফারুক অপু বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও মারপিট ও কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন