বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বারান্দিপাড়ায় মাসুদ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মাসুদ বারান্দিপাড়া লিচুতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

মাসুদ জানায়, ঘটনার সময় তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ২০/২২ বছর বয়সী ৩/৪ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা মাসুদের বাম পায়ের উরুতে ধারালো অস্ত্র দিয়ে পরপর তিনবার আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, হামলাকারী কাউকেই তিনি চিনতে পারেননি এবং কী কারণে তার ওপর এ হামলা করা হয়েছে, সেটা তিনি জানেন না।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ইন্সপেক্টর কাজী বাবুল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন