Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চুড়ামনকাঠির খিতিবদিয়া গ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক (৩৩) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাক যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের হাসেম আলীর ছেলে।
জীবিকার তাগিদে তিনি খিতিবদিয়ার শ্বশুর বাড়িতে থেকে ইজিবাইক চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোস্তাক তাঁর শ্বশুর বাড়ির পাশে সিরাজ চাকলাদারের বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে স্পৃষ্টে গুরুতর আহত হন। পরে আত্মীয়-স্বজনরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন