Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহতের ঘটনায় সন্ত্রাসী মুসা আটক

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহতের ঘটনায় সন্ত্রাসী মুসাকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। মুসা শংকরপুর চাতালের মোড়ের হাফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে রেলস্টেশন এলাকা থেকে র‌্যাবের একটি টিম তাকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

র‌্যাব জানায়, গত ১৯ মে সকাল ৮টার দিকে শংকরপুর নুর নবীর বস্তি এলাকায় শিশু খাদিজা ও তার ভাই সজিব একটি লাল রঙের বল আকৃতির বস্তু পায়। মুলত সেটি ছিলো একটি ককটেল। সেটি ঘরে নিয়ে খেলার সময় বিস্ফোরিত হয়। এতে উভয় শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে খাদিজা মারা যায়। এ ঘটনায় নিহত শিশুটির মা সুমি খাতুন কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে ওই ককটেল সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিলো। ধারণা করা হয় তার মালিক ছিলো সন্ত্রাসী মুসা। বিষয়টি র‌্যাব জানতে পেরে মুসাকে ধরতে অভিযানে নামে। এদিন রেলস্টশন বাজার এলাকা থেকে দুপুর দুইটার পর মুসাকে তারা আটক করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন